MadhyaPradesh : বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যুর কবলে ১১ জন

আরও পড়ুন

শুক্রবার ভোরে বাস ও এক গাড়ির মুখোমুখি সংঘর্ষে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় ১১ জনের ও গুরুতর আহত হয় অনেকেই। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝালর থানার পুলিশ ও উদ্ধারকারী দল।

পুলিশি সূত্রে খবর, ভোরে কুয়াশা থাকার কারনে দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আওয়াজ পেয়ে ছুঁটে আসে স্থানীয়রা, শুরু হয় হৈচৈ। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ মৃতদেহগুলোকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতদের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পুলিশ মৃতদের পরিবারে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। সাহায্যের কথা জানিয়েছে মধ্যপ্রদেশ সরকারও।

ব্যুরো নিউ, মধ্যপ্রদেশ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close