বৃহস্পতিবার এক আশ্রমে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার গোয়ালপোতা গ্রামের করুণাময়ী আশ্রমে। এই ঘটনায় অভিযুক্ত যুবক সুভাষ খাঁড়াকে গ্রেফতার করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, করুণাময়ী আশ্রমে কয়েক বছর ধরে সেবায়েতের কাজ করছিলেন ৭০ বছর বয়সের ওই বৃদ্ধা। বুধবার রাতে ওই আশ্রমে সুভাষ খাঁড়া মদ্যপ অবস্থায় ঢুকে ধর্ষণ করে ও মারধরও চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। শুক্রবার সকালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাকে হাওড়া আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারিনীকে দেখতে এদিন হাসপাতালে বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভাপতি তনুজা চক্রবর্তী। তিনি বলেন, ‘রাজ্যে একের পর এক মহিলা নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু অভিযুক্তরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না। জগৎবল্লভপুরের বৃদ্ধাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা নককারজনক ঘটনা।’
ফোর্টিন টাইমলাইন, হাওড়া।