মিষ্টির দোকানে মজুত ছিল অবৈধ গ্যাস সিলিন্ডার৷ আর সেই খবর পৌঁছয় জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চে৷ শুক্রবার সেই মিষ্টির দোকানে হানা দিয়ে উদ্ধার করা হয় পাঁচটি রান্নার গ্যাস সিলিন্ডার। গ্রেফতার করা হয় ১ জনকে।
জেনে গেছে, জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ের একটি মিষ্টান্ন ভাণ্ডার থেকে পাঁচটি গ্যাস সিলিন্ডার ও ওভেন উদ্ধার করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ উদ্ধার হওয়া রান্নার গ্যাস গুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি একজনকে গ্রেফতার করে আধিকারিকেরা৷ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সৈকত ভদ্র জানান-ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন তারা৷ কি কারনে ওই মিষ্টির দোকানে তারা এতগুলি সিলিন্ডার মজুত রেখেছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকেরা৷
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।