Kolkata : প্রশিক্ষণ চলাকালীন বোট উল্টে দুর্ঘটনা

আরও পড়ুন

শনিবার সকাল সাতটা নাগাদ রবীন্দ্র সরোবরের কলকাতা রোয়িং ক্লাবে প্রশিক্ষণ চলাকালীন আচমকাই উল্টে যায় একটি রোয়িং বোট। সেই বোটে ছিলেন একজন সিনিয়র রোয়ার। উদ্ধারকারী বোট মজুত থাকায় কোনো অঘটন ঘটার আগেই তাকে উদ্ধার করা সম্ভব হয়। বারে বারে এমন ঘটনার শিকার হচ্ছে প্রশিক্ষণ নিতে যাওয়া রোয়াররা। কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই এমন ঘটনার কারণে রীতিমতো ক্ষুব্ধ প্রশিক্ষণ নিতে যাওয়া রোয়াররা। প্রশিক্ষণ নিতে যাওয়া রোয়ারদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশিক্ষণ কেন্দ্রের বিরুদ্ধে।

এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন এক রোয়ার বলছেন, রোয়িং বোটগুলির দীর্ঘদিন ধরে কোনও মেরামতি করা হয়নি। বোটগুলির কোনও ফিটনেস সার্টিফিকেটও নেই। এমন অবস্থাতেই দিনের পর দিন অনুশীলন চলছে। তাই এই দুর্ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, রোয়িং বোটটি যখন উল্টে যায় তখন রেসকিউ বোটে মাত্র দু’জন ছিলেন। তাঁদের কারোরই লাইফ জ্যাকেট পরা ছিল না। উদ্ধারকারী বোটে সবসময় চারজনের থাকার কথা। আর প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পড়তে হয়। ঘটনার তদন্ত হওয়ার দরকার বলে মনে করছেন তিনি। প্রাক্তন রোয়ারদের অনেকেই বলছেন, বারে বারেই দুর্ঘটনা ঘটছে। এরপরেও রবীন্দ্র সরোবরে এমন উদাসীনভাবে রোয়িং অনুশীলন চলছে। সবকিছুই খতিয়ে দেখা প্রয়োজন।

ব্যুরো নিউজ, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close