শুক্রবার সন্ধ্যায় সরকারি বাস থেকে ২০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল পুলিশ। বংশীহারি থানার পুলিশ দৌলতপুর ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর কলকাতা থেকে বালুরঘাটগামী সরকারি বাস থেকে কাফ সিরাপগুলি বাজেয়াপ্ত করে। সেই সঙ্গে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। ধৃত ওই যুবকের নাম তইজুদ্দিন মণ্ডল। বয়স ৩৩ বছর। বাড়ি কুমারগঞ্জ থানার পানিতারা দেউন গ্রামে।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সরকারি বাসটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে কাফ সিরাপগুলি বাজেয়াপ্ত করে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপগুলির বাজারমূল্য আনুমানিক ৩৭ হাজার টাকা। বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে কাফ সিরাপগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত যুবককে শনিবার পাঁচদিনের রিমান্ডে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ দিনাজপুর।