শনিবার রাতে ৯ টা নাগাদ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ট্যাংকারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মাদারিহাট থানার পূর্ব খয়েরবাড়ির কাছে। সূত্রের খবর, মৃত ওই যুবকের নাম শান্তিপ্রসাদ শর্মা। বয়স ৪০ বছর। বাড়ি মাদারিহাট প্রধান নগরে।
জানা গেছে, শান্তিপ্রসাদ জয়গাঁ থেকে কাজ করে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। পেছন থেকে ট্যাংকারটি ধাক্কা দেয়। তড়িঘড়ি শান্তিপ্রসাদকে উদ্ধার করে স্থানীয় মাদারিহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল। রবিবার ওই ব্যক্তির দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ট্যাংকারটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, আলিপুরদুয়ার।