তিনটি দাবি নিয়ে দ্বিতীয় রাজ্য সম্মেলন করল শেরশাবাদিয়া বিকাশ পরিষদ। রবিবার করণদিঘি ব্লকের দোমোহনা রহটপুর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল শেরশাবাদিয়া বিকাশ পরিষদের দ্বিতীয় রাজ্য সম্মেলন ও প্রকাশ্য জনসভা। প্রথমত শেরশাবা দিয়া উন্নয়ণ বোর্ড গড়ে হার্গে জনজাতির উন্নতি করতে হবে। দ্বিতীয়ত হার্গে ভাষা টিকিয়ে রাখার জন্য একটা সাহিত্য একাডেমী গড়তে হবে। সর্বোপরি শেরশা বাদিয়া জনজাতিকে ভূমিপুত্রের শংসাপত্র দিতে হবে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ণ মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আজাদ আরফিন, ইটাহারের বিধায়ক মোশাররফ হুসেন, চাকুলিয়ার প্রাক্তন বিধায়ক ইমরান আলি রমজ, শেরশাবাদিয়া সংগঠনের জেলা সভাপতি মহম্মদ মতিউর রহমান মাদানি- সহ সম্মানীয় অতিথিবর্গ। তারা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় শেরশাবাদিয়া সংগঠনের প্রচার চালাবেন বলেই জানা গেছে।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।