Uttar Dinajpur : সর্বাঙ্গে বৈদ্যুতিক তার পেঁচানো অবস্থায় মেধাবী ছাত্রের মৃত্যুতে রহস্য

আরও পড়ুন

রহস্যজনক ভাবে শরীরে ইলেকট্রিকের তার পেঁচানো অবস্থায়এক মেধাবী স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। মৃত ওই স্কুল ছাত্রের নাম অভীক দাস।

সূত্রের খবর, রবিবার রাতে মৃত অভিক দাসের বাবা ও মা একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসে পড়ার ঘরের মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখেন। অভীকের বাবা অশোক দাস জানান-সেই সময় ছেলের শরীরে ইলেকট্রিকের তার পেঁচানো ছিল। তিনি আরও বলেন, রায়গঞ্জ সারদা স্কুলের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল অভীক। মাঝেমধ্যেই নানা রকম এক্সপেরিমেন্ট করতো। সেই রকম কোনও এক্সপেরিমেন্ট করতে গিয়েই এই দুর্ঘটনা কিনা সে ব্যাপারে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও জানান, শান্ত স্বভাবের ছিল ওই স্কুল ছাত্র অভীক। তার জানার ইচ্ছে ছিল অনেক। সেই থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তারা।

অন্যদিকে, রায়গঞ্জ সারদা বিদ্যাপীঠের ইংরেজি মাধ্যমের প্রিন্সিপাল রাজবলি পাল জানান, সপ্তম শ্রেণিতে বিদ্যালয়ে ভর্তি হয়েছিল অভীক। লেখাপড়া ছাড়াও খেলাধুলো এবং অন্যান্য সব ব্যাপারে অদম্য আগ্রহ ছিল তার। তবে কী কারনে এই মৃত্যু সে ব্যাপারে ধন্দে সকলেই।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close