Uttar Dinajpur: বালু,পাথর অমিল, ইট তৈরিতে বেড়েছে জিএসটি, সাত দফা দাবিতে স্মারকলিপি সিপিএমের শ্রমিক সংগঠনের

আরও পড়ুন

ইট, বালু, পাথর সরবরাহ অপ্রতুল হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন নির্মান কাজে যুক্ত হাজার হাজার শ্রমিক। রুটি রুজি বন্ধ থাকায় না খেয়ে দিন কাটাচ্ছেন এই সমস্ত নির্মান শ্রমিকরা। ইট,বালি,পাথর সরবরাহের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার শ্রম দফতরকে স্মারকলিপি দিল সিপিএমের শ্রমিক সংগঠন নির্মান কর্মী ইউনিয়ন। এ্যাসিট্যান্ট লেবার কমিশনার জানিয়েছেন, বিষয়টি তার এক্তিয়ারভুক্ত নয়। তিনি স্মারকলিপির অনুলিপি জেলা শাসকের কাছে পৌঁছে দেবেন।

রাজ্য সরকার নদী থেকে বালু, পাথর তোলার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারি নিষেধাজ্ঞার কারনে বালু, পাথর সরবরাহ পুরোপুরি বন্ধ আছে। কেন্দ্রীয় সরকার ইট তৈরির উপর বিরাট অঙ্কের জি এস টি লাগু করেছে। ইটের উপর জি এস টি লাগু হওয়ায় ইটের দাম একলাফে বিপুল পরিমানে বেড়ে গেছে। ইটের দাম একলাফে অনেকগুন বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে। ইট তৈরি হলেও মানুষ সেই ইট কিনতে পারবেন না। তাই ইট ভাটার মালিকরা ইট তৈরি করাই বন্ধ করে দিয়েছেন। একদিকে বালু, পাথর সরবরাহ বন্ধ, অন্য দিকে ইট ভাটার মালিকরা ইট তৈরি না করায় এই নির্মান পেশায় যুক্ত হাজার হাজার শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘ দিন যাবত এই অবস্থা চলায় অসংগঠিত শ্রমিকদের সংসার চালানোই চরম সমস্যার মধ্যে পড়েছেন।বহু অসংগঠিত শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ। নদী থেকে বালু, পাথর তোলার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং ইট তৈরির উপর কেন্দ্রীয় সরকার জি এস টি প্রত্যাহারের দাবিতে আন্দোলন নামল সিপিএমের শ্রমিক সংগঠন নির্মান কর্মি ইউনিয়ন। এই দাবিতে সোমবার উত্তর দিনাজপুর জেলা শাসকের দফতরে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার কথা ছিল। জেলা শাসক ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ব্যাস্ত থাকায় তিনি স্মারকলিপি নিতে পারেননি। জেলা শাসকের স্মারকলিপি নেন জেলা শ্রম দফতরের আধিকারিক। উত্তর দিনাজপুর জেলা নির্মান কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তে নির্মান কাজে যুক্ত হাজার হাজার শ্রমিকরা চরম সমস্যায় দিন কাটাচ্ছেন।রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শ্রম দফতরের আধিকারিককে স্মারকলিপি দিলেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীতে আরও বড় ধরনের আন্দোলনে সামিল হবেন।

শ্রম দফতরের এ্যাসিট্যান্ট কমিশনার প্রদীপ দত্ত জানিয়েছেন, নির্মান কর্মি ইউনিয়নের দাবি তার এক্তিয়ারভুক্ত নয়। জেলা শাসকের অনুপস্থিতে তিনি স্মারকলিপি গ্রহণ করলেন। তাদের দাবিপত্র জেলা শাসকের কাছে পৌঁছে দেবেন।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কর্ণজোড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close