হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস রেলগাড়ির এক কামরা থেকে রক্তাক্ত এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর স্টেশনে। রেল পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম চম্পা দেবী৷ তার বাড়ি উত্তরপ্রদেশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। খবর দেয়া হয় কালিয়াগঞ্জ পুলিশে। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
প্রতিদিনের মতো এদিনও রেলের সাফাই কর্মী কালাচাঁদ বাঁসফোর সাফাই করতে গেলে তার নজরে আসে ওই মহিলার রক্তাক্ত মৃতদেহ। ঘটনার জন্য হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে প্রায় দেড় ঘন্টা দেরিতে ছাড়ে। কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।