Kolkata: ‘চেংগিজ’ ছবির মুক্তি নিয়ে কি বললেন জিৎ-সুস্মিতা ?

আরও পড়ুন

দীর্ঘ অপেক্ষার অবসান। কলকাতার মোহনবাগান ময়দানের শুটিং পর্বও শেষ। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি জিতের নতুন ছবি “চেংগিজ”। ছবিটির শুটিং কিছু কারনবশত মাস খানেক বন্ধ থাকায় রিলিজের সময়ও পিছিয়ে গেল স্বাভাবিকভাবেই। দীর্ঘ সাত মাস যাবৎ শুটিংপর্ব শেষ করে খুশি জিত। রোমান্টিক, একশন ও থ্রিলারে ভরা ছবি ” চেংগিজ”-এর বিপরীতে নায়িকার ভুমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই এই ছবির আপডেট খবর জানাবেন বলে জানিয়েছেন ছবির নায়ক জিত।

কলকাতা থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close