উত্তেরপদেশের বাদসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাদরকে দ্রুত গতিতে ছুটে আসা একটি বাইক ধাক্কা মারে। গাড়ির চালক তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে দিলে বাঁদরটি প্রাণে বাঁচলেও ততক্ষনে গাড়ির চাকায় আটকে যায় বাঁদরটি।
প্রত্যক্ষ দর্শীদের মতে বাইকটি দ্রুতগতিতে আসছিলো। সে সময় রাস্তা পারহচ্ছিলো ওই বাঁদরটি। নিয়ন্ত্র৫ণ হারিয়ে গাড়ির চাকলক বাঁদরটিকে সজোরে ধাক্কা মারার ফলে এই মর্মস্পর্শী ঘটনাটি ঘটে বলে তাদের অভিযোগ। তৎক্ষণাৎ ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে বাঁদরটিকে উদ্ধার করার চেষ্টা শুরুকরে দেয়। অবশেষে তারা বাঁদরটিকে বাঁচাতে সক্ষম হয়।পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে সাড়া ফেলেছে। পথচলতি মানুষ থেকে পশুপাখি সকলের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের উচিৎ অবিলম্বে বেপরোয়াভাবে গাড়িচালানো বন্ধকরা।
বুড়ো নিউজ উত্তরপ্রদেশ