অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের চার হাত এক হল, জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন এই তারকা যুগল। দুই পরিবারের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। রণবীর কাপুরের পালি হিলের বাড়ি ‘বাস্তু’-তেই আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টেয় তাঁদের বিবাহ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিয়ের সময় উচ্চারিত হয়েছে গায়ত্রী মন্ত্র। বিয়ের মন্ডপে রাখা হয়েছিল রণবীর কাপুরের বাবা প্রয়াত ঋষি কাপুরের ছবি।
বিয়ের অনুষ্ঠান শেষ হতেই তারকা দম্পতির নানা নজরকাড়া ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। জীবনের এই বিশেষ দিনে তাঁরা ম্যাচিং পোশাক পরেছিলেন দুজনেই। আলিয়া পরেছিলেন সাদা শাড়ি, তাতে গোল্ডেন কাজ ছিল। আর, রণবীর কাপুরের পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি। উল্লেখ্য, তাঁদের বিয়েতে একটি বিশেষ রীতি পালন করা হয়, যা শুনে অবাক হয়েছেন অনেকেই। প্রচলিত নিয়ম মেনে সাত পাক ঘুরে নয়, রণবীর আলিয়া বিয়েতে চার পাক ঘুরেছেন। কেন প্রচলিত রীতি ভেঙে সম্পন্ন করেছেন বিয়ে তা নিয়ে আলিয়া ভাটের দাদা রাহুল ভাট জানান, “পন্ডিতজি দুজনকে প্রত্যেক পাকের গুরুত্ব ভালো ভাবে বুঝিয়ে দিয়েছেন। একটা হয় ধর্মের জন্য, অন্যটা হয় সন্তানের জন্য, এটি একদম অন্যরকম ব্যাপার। যা আমরা আগে কখনও দেখিনি। আমি এমন একটি পরিবারের সন্তান, যেখানে সব ধর্মের মানুষজন রয়েছেন। আমার কাছে এটা খুব অন্যরকম এবং চিত্তাকর্ষক লেগেছে, সাত পাকে নয় চার পাকে ঘুরেছে ওঁরা।”
এদিন তাঁদের বিয়ের অনুষ্ঠানে একের পর এক হাজির হন বিশিষ্ট বলিউড তারকারা। ছিলেন রণবীরের মা নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহানি, শাহীন ভাট, সোনি রাজদান, আলিয়ার বাবা মহেশ ভাট, পূজা ভাট, করিনা কাপুর খান, সঈফ আলি খান, করণ জোহর, করিশ্মা কাপুর, আকাশ আম্বানি সহ আরও অনেক তারকারাই।
সূত্রের খবর, মেয়ের বিয়েতে বেশ উচ্ছ্বসিত মহেশ ভাট। রণবীর এবং আলিয়ার বিয়ে উপলক্ষ্যে মহেশ ভাট তাঁর মেয়ের হাতে মেহেন্দি দিয়ে রণবীর আলিয়ার নাম লিখে নিজের ভালোবাসা প্রকাশ করেন নবদম্পতির প্রতি। তিনি বলেন, “আজ আমি ভীষণ খুশি। কারা বলেছে রূপকথার সময় পার হয়ে গেছে? আমি তো আজ সাক্ষী থাকলাম সত্যিকারের রূপকথায়।”
বিয়েতে সসব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরেছিলেন আলিয়া এবং রণবীর পরেছিলেন মনীশ মালহোত্রার ডিজাইন করা পাঞ্জাবি। কাপুরদের নিয়ম অনুযায়ী, এদিন নীতু কাপুর নিজের একটি বিশেষ গয়না আলিয়াকে পরিয়ে দিয়েছিলেন তিনি। জানা যায়, পান্নার একটি হার দিয়ে নতুন বৌমাকে আশীর্বাদ করেন নীতু কাপুর। তাঁর শাশুড়ি কৃষ্ণা কাপুর এবং শ্বশুর রাজ কাপুর ওই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন রণবীরের মা কে। এবার সেই রীতি মেনেই আলিয়াকেও ওই হার পরিয়ে আশীর্বাদ করলেন তিনি৷ বিয়েতে আলিয়াকে আটটি হীরেখচিত ব্যান্ড উপহার দিয়েছেন রণবীর কাপুর। আট নম্বরকে লাকি মনে করেন তিনি, সেই কারণেই এই উপহার।
রণবীরের জেঠু রণধীর কাপুর এদিন জানিয়েছেন, “আজ আমাদের পরিবারের একটা বড় দিন। ভাই ঋষিকে খুব মিস করছি এই দিনে। ওঁকে রোজই মিস করি কিন্তু আজ একটু বেশিই মিস করছি। তবে কি আর করা যাবে, জীবন তো তার নিয়মেই চলতে থাকে। রণবীর আলিয়া নতুন জীবন শুরু করছে দেখে খুব ভালো লাগছে, ঋষি এই দিনটা দেখে যেতে পারলে খুব ভালো হত।”