Uttar Dinajpur : জুয়ার আসরে হানা পুলিশের, গ্রেফতার ৬

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতে জুয়ার আসরে হানা দিয়ে ৬ জনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রসাখোয়ায়। জানা গেছে, রসাখোয়ায় একটি গোপন আস্তানায় হানা দেয় করণদিঘির থানার পুলিশ।

গ্রেফতার করা হয় রসাখোয়ার রুদেল গ্রামের মহম্মদ আজিজুল হক সহ, ভবানিপুর গ্রামের আলম হক, হাওয়াডাঙ্গির মহম্মদ মুস্তফা, বুড়িহানের সরিফুল, মহম্মদ তৌফিক, মহম্মদ ফারুককে। জুয়ার আসর থেকে ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি ১০ হাজার টাকার বোর্ডমানিও উদ্ধার হয়। শুক্রবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।

ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close