মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগীর আত্মীয়র কাছ থেকে মোবাইল চুরি করার সময় হাতেনাতে এক পকেট মারকে ধরে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আউটডোর বিল্ডিং-এ।
পুলিশ সূত্রে খবর, মালদার মোথাবাড়ি থানার এরাজুল সেখ নামে এক যুবক তার স্ত্রী রেহেনা বিবিকে নিয়ে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ছবি তুলতে এসেছিলেন আউটডোর বিল্ডিংয়ে। সে সময় যুবক তার পকেট থেকে মোবাইল ফোনটি বের করতে যায়। তখনই তাকে হাতেনাতে ধরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা।
ফোর্টিন টাইমলাইন, মালদা।