Whatsapp Update : হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার -‘ সেলফ চ্যাট ‘

আরও পড়ুন

সময়ের সঙ্গে সঙ্গে উন্নতি হচ্ছে প্রযুক্তি বিদ্যারও। ইন্টারনেটের যুগে হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। তা অব্যাহত রাখতে খুব শীঘ্রই নতুন ফিচার নিয়ে আসতে চলেছে মেটার অধীনস্থ এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ। যার নাম- ‘সেলফ চ্যাট।’

আপাতত বিটা ইউজারদের জন্য এই ফিচার আনা হতে পারে। তবে আশা করা যায়- যে কোনও দিনই এই ফিচারকে হোয়াটসঅ্যাপে দেখা যেতে পারে।সমস্ত জরুরি বার্তা, ছবি বা ভিডিও সেখানে জমা রাখা যাবে বলে সংস্থার দাবি।হোয়াটসঅ্যাপ-এর মতো আরও একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা পাভেল ধ্রুব হোয়াটসঅ্যাপকে নজরদারির টুল বলার পাশাপাশি এই অ্যাপ ব্যবহার করার বিপক্ষেও কথা বলেছেন। তার দাবি- এটি সম্পূর্ণ সুরক্ষিত নয়। ইউজারদের কাছে যাওয়া এই ধরনের নেগেটিভ বার্তাকে রুখতেই জুকারবার্গের সংস্থা নিত্যনতুন ফিচার এনে চলেছে।

ফোর্টিন ওয়েবডেস্ক ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close