Uttar Dinajpur : যাদবপুরে ক্যারাটেতে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন প্রণবানান্দ বিদ্যামন্দিরে

আরও পড়ুন

রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ক্যারাটে প্রশিক্ষণ শিবির সেইগো কাই ক্যারাটে ডু এসোসিয়েশন অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া কম্পিটিশনে মোট ৫১ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে কয়েকজন বিভিন্ন বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থানলাভ করে মুখ উজ্জ্বল করেন সংস্থার তথা রায়গঞ্জের। জানা গেছে প্রশিক্ষণ সংস্থাটি রায়গঞ্জের প্রনবানন্দ বিদ্যামন্দির ছাড়াও ডালখোলা, কালিয়াগঞ্জ রায়গঞ্জের দেহশ্রী ব্যামাগার, টাউন ক্লাব ময়দানেও পরিচালিত হয়। এদিন ভারত সেবাশ্রম সংঘ সংলগ্ন প্রণবানান্দ বিদ্যামন্দিরের মাঠে বিজয়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় সংস্থা ও ভারত সেবাশ্রমের যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের সভাপতি দেবাশীষ দত্ত, স্বামী নিরঞ্জনানন্দজী মহারাজ ও ক্যারাটে প্রশিক্ষক উৎপল দত্ত প্রমূখ। কালিয়াগঞ্জ এর বাসিন্দা সারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম এর দ্বিতীয় শ্রেণীর ছত্রী দেবাঙ্গনা সাহা, কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনিক মন্ডল, সারদা বিদ্যামন্দিরের পঞ্চম শ্রেণীর ছাত্রী দিয়া আগরওয়াল সহ সকল ক্ষুদেরা ছিল উচ্ছ্বসিত। তার সাথে আনন্দিত তাদের অভিভাবকেরাও।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close