আগামীকাল, সোমবার ১৪ নভেম্বর। দেশজুড়ে পালিত হবে ‘শিশু দিবস’। শিশু দিবস পালনের জন্য রায়গঞ্জের একটি অনাথ আশ্রমের শিশুদের নিয়ে কিছুটা অন্যরকম চিন্তাভাবনা প্রকাশ করল` স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংস্থা ডঃ অশোক ব্রহ্ম ফাউন্ডেশন। তাদের মতে লেখাপড়ার পাশাপাশি প্রতিটা শিশুরই জীবন চলার পথে প্রয়োজন হয় রক্তের গ্রুপ জানার। রবিবার রায়গঞ্জ চেরিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে ওই অনাথ শিশুদের নিয়ে এই রক্তের গ্রুপ নির্ণয়ের মধ্য দিয়ে কর্মসূচিটি পালন করা হয়। তারা এই কর্মসূচিতে শিশুদের জন্য চাল, ডাল, ডিম-সহ বিভিন্ন খাবার তুলে দেন রঞ্জন ব্রহ্ম। তিনি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপন ব্রহ্ম, অনিন্দিতা সিনহা রায়, রাজশ্রী ব্রহ্ম প্রমূখও। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক দীপঙ্কর মিত্র, হীরক মুখার্জি প্রমুখও। মর্ডান ডায়াগনস্টিকসের সহায়তায় এই কর্মসূচিটি সফল হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।