Housewife Murdered, Raiganj: সুপ্রিয়া দত্তের খুনি চ্যাংড়াবান্ধার ! প্রশ্ন রায়গঞ্জের জনমানসে

আরও পড়ুন

শুক্রবার বিকেলে রায়গঞ্জের রবীন্দ্রপল্লির গৃহবধূর সুপ্রিয়া দত্তের খুনিকে সনাক্তকরণে প্রায় জাল গুটিয়ে এনেছে পুলিশ। তার বাড়ি কোচবিহারের চ্যাংড়াবান্দায়। তিনি নাকি বিবাহিত। পরকীয়ার সম্পর্ক থেকে সরে আসতেই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান তদন্তকারী অফিসারদের । যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে সংবাদিকদের কাছে মুখ খুলতে নারাজ রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ কর্তারা।

প্রসঙ্গত,সোশ্যাল মিডিয়ার ‘বন্ধু’র হাতে শুক্রবার বিকেলে খুন হন উত্তর দিনাজপুর জেলা পরিষদের এক ইঞ্জিনিয়ারের স্ত্রী, রায়গঞ্জের বধূহত্যায় চিহ্নিত অভিযুক্ত পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন বলে অনুমান। তারই জেরে সম্ভবত খুন হতে হয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্ত্রী-কে। রায়গঞ্জে গৃহবধূ হত্যারহস্যের কার্যত কিনারায় পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। গত শুক্রবার ভরসন্ধেয় রায়গঞ্জের (Raiganj) রবীন্দ্রপল্লির বাড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্ত্রী সুপ্রিয়া দত্তর দেহ উদ্ধার করে পুলিশ। বাড়ি সংলগ্ন এলাকার একটি মোটরবাইক শোরুম এর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই ফুটেজকে হাতিয়ার করেই শুরু হয় তদন্ত। তাতে দেখা যায়, এক যুবক সরকারি বাস থেকে নেমে উত্তর দিনাজপুর জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ির গলিতে ঢোকে। তার পিঠে ছিল ব্যাগ, মাথায় টুপি, মূখে মাস্ক, পায়ে স্নিকার্স। সাফল্যে প্রায় ২৫ মিনিট ওই বাড়িতে ছিল বলে তদন্তকারী অফিসারদের অনুমান। সূত্রের খবর, ওই যুবককে চিহ্নিত করে মৃতার নাবালক সন্তান। জানায়, মাঝেমধ্যে বাড়িতে ওই যুবককে আসতে দেখেছে সে। সূত্রের খবর, ওই যুবক কোচবিহারের চ্যাংরাবান্দার বাসিন্দা। লকডাউনের সময় সুপ্রিয়া দত্তর সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বাড়ে। ফেসবুকে এক যুবকের সঙ্গে পরিচিতি হয়। মাত্র কয়েকদিনে সম্পর্কের রূপ বদলায়। আরও বেশি একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন দু’জনে। সম্প্রতি দু’জনের মধ্যে ঝগড়াঝাটিও শুরু হয়। তাই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল ওই যুবক। সে কারণেই হয়তো গৃহবধূকে খুন হতে হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা।

তবে ওই যুবক গ্রেফতারের পর সমস্ত তথ্য জলের মতন পরিষ্কার হয়ে যাবে বলেই অনুমান তদন্তকারী অফিসারদের।

রায়গঞ্জের রবীন্দ্রপল্লি থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close