নৈশ প্রহরীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বি এস এন এল দফতরে কয়েক লক্ষ টাকার ব্যাটারি-সহ বিভিন্ন সরঞ্জাম দুষ্কৃতীরা চুরি করে পালালো। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বিএসএনএল অফিসে। বি এস এন এলের ব্যাটারী চুরি হওয়ায় এলাকায় ইনটানেট পরিষেবা বিকল হয়ে পড়ার আশঙ্কা করছে দফতরের আধিকরিকরা। চাকুলিয়া থানায় দফতরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর- সি এ ডি সি অফিস চত্বরে বিএসএনএল অফিস রয়েছে। সেখানেই একজন নৈশ প্রহরী থাকেন। রবিবার অধিক রাতে কয়েকজন দুষ্কৃতী পাঁচিল টপকে ভেতরে ঢোকে। দুষ্কৃতীরা দফতরে প্রবেশ করার সময় নৈশ প্রহরী কমলাকান্ত দাস শৈচাগারে ছিলেন।বাইরে বার হতেই দুষ্কৃতীরা তার মাথায় ধারলো অস্ত্র ধরে তাঁকে প্রাণে ফেলার হুমকি দেয়। এরপর তারা বি এস এন এলের একাধিক ব্যাটারী সহ মূল্যবান সরঞ্জাম এবং সি এ ডি সি দফতরে ওজন মেশিন নিয়ে চম্পট দেয়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর নৈশ প্রহরী চিৎকার চেচামেচি শুরু করেন। খবর দেওয়া হয় বিভাগীয় আধিকারিকদের। সোমবার ঘটিনার কথা জানিয়ে চাকুলিয়া থানায় পৃথক পৃথক লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। একই অফিস চত্বরে একাধিক সরকারি অফিস থাকলেও নিরাপত্তা ব্যাবস্থা খুবই ঢিলেঢালা। একজন বয়স্ক নৈশ প্রহরী ছাড়া আর কোনও ব্যবস্থা নেই। সেখানে সিসিটিভির কোনও ব্যবস্থা নেই। সিসিটিভির ব্যবস্থা না থাকার কারনে সহজে সমাজবিরোধীরা চুরি করে নিয়ে পালিয়ে যেতে সমর্থ্য হয়। খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে চাকুলিয়া থানার পুলিশ। সি এ ডি সির আধিকারিক জানিয়েছেন, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এই দপ্তরের কাজকর্ম।কোনদিনই এধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হয়নি। আগামীতে তারা দফতরে সিসিটিভি-র ব্যাবস্থা করবেন। বিএসএনএলের আধিকারিক বিজয় শর্মা জানিয়েছেন, দফতরে একাধিক ব্যাটারী চুরি যাওয়ায় তাদের ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ দ্রুত ব্যাটারী উদ্ধার না করলে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়বেন। এ দিনের চুরি প্রসঙ্গে নৈশ প্রহরী কমলালান্ত দাস কি জানিয়েছেন শুনে নেব-
পাশাপাশি বিএসএনএল আধিকারিক বিজয় শর্মা কি বলেছেন শোনাব-
অন্যদিকে সিএ ডিসি অফিসকর্তা তাপস বক্সী কি বলেছেন শুনবো-
উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা