Uttar Dinajpur: সোমবার রাতের অগ্নিকাণ্ডে ৪০ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই

আরও পড়ুন

সোমবার রাতের বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া বাস ষ্ট্যান্ডের কাছে। ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লক্ষ টাকা। স্থানীয় মানুষের অভিযোগ, দ্রুত দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলে ওই বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষতি হ’ত না। ক্ষতিগ্রস্থদের জন্য সরকারি আর্থিক সাহায্যের দাবি করেছেন তারা সকলেই।

উল্লেখ্য,উত্তর দিনাজপুরের চোপড়া বাসস্ট্যান্ডের পাশে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে মোটরগাড়ির সরঞ্জাম-সহ মোটর গাড়ি সারাইয়ের দুটি দোকান ছিল। আনোয়ারুল হক নামে এক ব্যাক্তি মোটর সাইকেল গ্যারেজ এবং পাশেই বিভিন্ন টায়ার এবং ব্যাটারীর দোকান চালাতেন। দোকানে প্রায় ৪০ লক্ষ টাকার সামগ্রী মজুত ছিল। সোমবার রাতে দোকান মালিক আনোয়ারুল হক আর পাঁচটা দিনের মত প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরেছেন । তার ভাইও টায়ার সারাই করে বাড়ি ফেরেন। ক্ষণিক বাদে দোকানে আগুন লাগার খবর পান। আনোয়ারুল দ্রুত দোকানে পৌঁছলেও আগুনের ধারে কাছে পৌঁছতে পারেননি। স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দমকলকর্মীদের বক্তব্য- দোকানে টায়ার, ব্যাটারী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত জিনিসপত্র। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে।স্থানীয় বাসিন্দা ফারুক আজমের অভিযোগ, ইসলামপুরে দমকল বাহিনীকে খবর দেওয়ার ৫২ মিনিট পর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছেছে। চোপড়ায় দমকল কেন্দ্র না থাকার কারনে এই বিপুল পরিমান পরিমাণ ক্ষতির মুখে পড়তে হল চোপড়ার বাসিন্দাদের। অবিলম্বে চোপড়ায় দমকল কেন্দ্র স্থাপনের দাবি তুলেছেন। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী আনোয়ারুল জানিয়েছেন, অন্যদিনের মত সোমবার রাত্রিতেও দোকান বন্ধ করে বাড়ি যান। তারপরই এই দুর্ঘটনা। কিভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না। দোকানে প্রায় ৪০ লক্ষ টাকার মোটর গাড়ির সরঞ্জাম মজুত ছিল। বিভিন্ন কোম্পানী এবং ব্যাবসায়ীর কাছ থেকে বাকিতে এই জিনিসপত্র মজুত করেছিলেন। সমস্ত জিনিসপত্র পুড়ে যাওয়ায় চরম সমস্যায় পড়লেন।

তবে হক ভাইদের বিপুল পরিমাণের সম্পত্তি বিনষ্ট হওয়ায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল- চোপড়াতে দমকল বাহিনী স্থাপনের প্রয়োজনীয়তা কতটা। এ বিষয়ে আজ মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা এলাকার বিধায়ক আনোয়ারুল হকের শরণাপন্ন হতে চান বলেই খবর।

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close