হিন্দি সিনেমার সুপারস্টার গোবিন্দা ইসলামপুরের একটি হোটেলে কিছুক্ষণ দাঁড়িয়েছেন এবং পুলিশকর্মী সমেত অনেকে তাঁর সঙ্গে সেলফি তুলেছেন এখবর সোমবার জানাজানি হতেই ইসলামপুর শহরজুড়ে কানাঘুষো শুরু হয়। সূত্রের খবর- রবিবার সন্ধ্যায় মালদার গুড মর্নিং ক্লাবের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাগডোগরা থেকে মালদার উদ্দেশে সড়কপথে যাওয়ার সময় ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর বাইপাসের একটি হোটেলে তিনি ক্ষীর খাওয়ার পাশাপাশি চা পান করেন। তারপর তিনি মালদার উদ্দেশে রওনা দেন। এখবর জানাজানি হওয়ার পর সোমবার হোটেল মালিক ও কর্মীরা জানান, গোবিন্দা ও তাঁর সহকর্মীরা বাগডোগরা থেকে কলকাতার দিকে যাওয়ার পথে তার হোটেলে দাঁড়িয়েছিলেন, সেই সময় বেশ কিছু গোবিন্দা অনুরাগী তারকার সঙ্গে সেলফি তুলেছেন। গোবিন্দার সঙ্গে সেলফি তুলতে পেরে খুশি গোবিন্দা অনুরাগীরা বলে জানিয়েছেন হোটেলের মালিক ও কর্মীরা। অবশ্য তার সঙ্গে সেভাবে কেউ কথা বলতে পারেননি। অন্যদিকে গুড মর্নিং ক্লাবের এক সদস্য সোমবার ইসলামপুরের ওই হোটেলের সামনে দাঁড়িয়ে জানান, গোবিন্দা তাদের ক্লাবের একটি ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন, তাই তারকাকে হাতের কাছে পেয়ে সেলফি তুলেছেন মানুষ।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।