মঙ্গলবার তামিলনাড়ুর একটি স্কুলের নিরাপত্তারক্ষীর কাছে যৌন হেনস্তার শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী।
সূত্রের খবর, তামিলনাড়ুর একটি বোর্ডিং স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ওই কিশোরী। মঙ্গলবার ওই স্কুলেরই নিরাপত্তারক্ষী কাছে যৌন নির্যাতনের শিকার হয় সে। কিশোরী বিষয়টি প্রথমে তার বাবা-মাকে জানায়। অভিযুক্ত নিরাপত্তারক্ষীর নাম মহম্মদ আলি। গত দশ বছর সে ওই বিদ্যালয়েই নিরাপত্তা রক্ষীর দায়িত্বে কর্মরত। মেয়ের মুখে সব কথা শুনে পুলিশকে জানান পারিবারের সদসরা। ধৃতের বিরুদ্ধে প্রটেকশন অফ চিলড্রেন ফ্রম অফ সেক্সচুয়াল অফেন্সেস (পকসো/POCSO) আইনে মামলা রুজু করেছে পুলিশ। স্কুলের ভেতরে এধরনের ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবকরা। তাদের সন্তানের নিরাপত্তার বিষয়ে তারা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে । তাদের দাবি- আগামীতে যেনও এধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টির কথা মাথায় রেখে স্কুল কতৃপক্ষের উচিত-বিশেষত ছাত্রীদের জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করা।
ব্যুরো নিউজ , চেন্নাই, তামিলনাড়ু ।