তৃণমূল কংগ্রেস দলের কোন মতাদর্শ নেই তাই ইন্দিরা গান্ধীকে ধরে বাঁচতে চাইছেন। রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এসে এমনই মন্তব্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, শুধু দিদির দলেই নয়, এখন আইডিও লজির অভাব রয়েছে মোদিজীর পার্টিতেও। তারা কখনো সর্দার বল্লভভাই প্যাটেল কখনো বিভিন্ন রকম নেতা-নেত্রীদের নাম করে বাঁচতে চাইছেন। অধীরবাবু আর কি কি বলেছেন শোনাব-
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।