লোগো ও ম্যাসকট উদ্বোধন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স ফোরামের জেলা সম্মেলনের। আগামী ২০২৩ সালের ৭ এবং ৮ জানুয়ারি রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম-এর। জেলা সম্মেলনের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই বিভিন্ন ব্লকে কমিটি তৈরি করা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে। এদিন রায়গঞ্জ রামকৃষ্ণ সেবা সংঘে জেলা সম্মেলনের লোগো ও ম্যাসকট উদ্বোধন করা হয়। তারই সঙ্গে বিভিন্ন সাব কমিটিও ঘোষণা করা হয়। রামকৃষ্ণ সেবা সংঘের বর্ষীয়ান সদস্য বিনয় কৃষ্ণ সাহার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ফোরামের আজীবন সদস্যদের উপস্থিতি যথেষ্ট লক্ষ্যনীয়। এবিষয়ে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত সরকার আর কি কি জানিয়েছেন শোনাব-
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।