Uttar Dinajpur: রেললাইন পার হতে গিয়ে তরুণের মৃত্যু চোপড়ায়

আরও পড়ুন

রেললাইন পার হতে গিয়ে মালগাড়ির তলায় কাটা পড়ে মৃত্যু হল এক তরুণের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার সোনাপুর গ্রামপঞ্চায়েতের ধুমডাঙি রেল স্টেশনের কাঠালবাড়ি সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর- মৃত ওই তরুণের নাম উদয় বিশ্বাস। বয়স আনুমানিক ১৬ বছর। বাড়ি সোনাপুর অঞ্চলের পাগলিগছ ভাটা এলাকায় । রেলপুলিশ সূত্রের খবর- এদিন ট্রেন লাইন পারাপরের সময়রেলগাড়িতে কাটা মালগাড়িতে কাটা পড়ে মৃত্যু হয় ওই তরুণের । শিলিগুড়ি থেকে একটি মালগাড়ি ডাউনে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে এনজিপি-র রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায়। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে রেল পুলিশ ও চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উদয়ের মৃত্যুর পর প্রহরীযুক্ত রেল গেটের দাবি তুলেছেন এই অঞ্চলের মানুষ।

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close