রায়গঞ্জে সূচনা হল ষষ্ঠ জেলা কলা উৎসবের। রবিবার রায়গঞ্জ গার্লস হাইস্কুলে উদ্বোধন হয়ে গেল ষষ্ঠ জেলা কলা উৎসবের। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন উন্নয়ণ দফতরের মন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়, কেয়া চৌধুরী, সুমিতা সরকার ,প্রসূন দত্ত-সহ বিশিষ্ট অতিথিরা। জেলার ২৭টি স্কুলের ৯৭ জন প্রতিযোগী অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন। দশটি বিভাগের কুড়িটি ইভেন্ট অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতায়। সফল প্রতিযোগীরা জেলাস্তর থেকে সরাসরি রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। যদিও বিভিন্ন স্কুলে বাৎসরিক পরীক্ষা থাকায় অনেক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি।
এই অনুষ্ঠান সম্পর্কে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ণ দফতরের মন্ত্রী গোলাম রব্বানী কি কি বলতে চেয়েছেন শোনাব-
এদিন রায়গঞ্জ গার্লস উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভানেত্রী কেয়া চৌধুরী কি বলেছেন শুনুন-
স্কুলের প্রধান শিক্ষিকা সুমিতা সরকার কি বলতে চেয়েছেন শুনে নেব-
রায়গঞ্জের গার্লস হাইস্কুল থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।