Uttar Dinajpur: করোনেশন স্কুলে সমবায় সপ্তাহ পালিত

আরও পড়ুন

গুণে গুণে ৬৯তম নিখিল ভারত সমবায় সপ্তাহ পালিত হ’ল রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে। সমবায়ের বিকাশ ও ভবিষ্যৎ ভাবনা এই দুটি বিষয়কে মূল ভাবনা করে অনুষ্ঠিত হ’ল ৬৯তম নিখিল ভারত সমবায় সপ্তাহ। যার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হ’ল রায়গঞ্জের করোনেশন স্কুল প্রাঙ্গনে প্রাঙ্গণে। প্রথমে সংগঠনের সদস্যরা স্থানীয় শিলিগুড়ি মোড়ের বিদ্যাচক্র স্কুলের পেছনের মাঠে জমায়েত হন। এদিন শোভাযাত্রার মাধ্যমে মূল অনুষ্ঠান প্রাঙ্গণের লক্ষ্যে সকলে এগোতে থাকেন নিরাপত্তার। এরপর মূল অনুষ্ঠান প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সমবায় সপ্তাহে স্বেচ্ছায় রক্তদান শিবিরও অনুষ্ঠিত হয়েছে। এদিন শিবিরে রক্তদাতাদের যথেষ্ট সাড়াও মিলেছে। এদিনের অনুষ্ঠানে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন কুমার ওরফে তিলক চৌধুরী । তিলকবাবু প্রশাসক মন্ডলী সভাপতি, রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, এছাড়া ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইলাল আগারওয়াল ও রায়গঞ্জ পুরো বোর্ডের প্রশাসক মন্ডলী চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এদিনের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয়গুলি ছিল প্রাথমিক কৃষি সমবায় সমিতি সমূহের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকরণ, ডিজিটালাইজেশন, সমবায় ভান্ডার গঠন ইত্যাদি। উপস্থিত জনসাধারণের আগ্রহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো। এদিনের অনুষ্ঠান সম্পর্কে রাজ্য সরকারের মন্ত্রী গোলাম রব্বানী, আর কি কি জানিয়েছেন শুনে নেব-

রায়গঞ্জে করোনেশন হাইস্কুল থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close