Raiganj : রামকৃষ্ণ আশ্রম থেকে শীতবস্ত্র পেয়ে আপ্লুত পুষ্পা

আরও পড়ুন

খরা বন্যার মত প্রাকৃতিক দুর্যোগে রামকৃষ্ণ আশ্রম এবং ভারত সেবাশ্রম সংঘের মতো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রচুর মানুষের উদ্দেশ্যে সেবা করে থাকেন। এ যাত্রায়ও অন্যথা হল না মঙ্গলবার বেলুড় মঠ অধিগৃহীত রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমে এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১০০ জন শীতকাতুরে মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শাড়ি তুলে দেওয়া হল। আর্তের সেবায় এগিয়ে এ’ল রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রম । সেইসঙ্গে সকলকে মিষ্টিমুখ করানো হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের রায়গঞ্জ শাখার সম্পাদক স্বামী পরেশাত্মনন্দজী মহারাজ, স্থানীয় করোনেশন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ । মঙ্গলবার প্রায় একশ জন মানুষকে কম্বল ও ১০০ জন দু:স্থ মানুষের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। শীতবস্ত্র শাড়ি পেয়ে রীতিমতো খুশি রায়গঞ্জের সোনাডাঙ্গীর গৃহবধূ পুস্পা দাস। তিনি কি জানিয়েছেন শোনাব-

স্বামীজি বলেন, সম্পূর্ণ ভক্তদের অর্থানুকূল্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ তারিখে পুনরায় এই ধরনের আরও একটি বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে। তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শিব জ্ঞানে জীব সেবার আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার কথা বলেন। পাশাপাশি সকলকে এধরনের সামাজিক কাজে এগিয়ে আসার বার্তা দেন। এই অনুষ্ঠানটি নিয়ে মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে বেলুড় মঠ অধিগৃহীত রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক পরেশাত্মনন্দজী মহারাজ কি বলেছেন শুনে নেব-

তবে শীতবস্ত এবং বস্ত্র দানের বিষয়টি যে আকর্ষণীয় হয়ে উঠেছে তা বলাই বাহুল্য।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close