আবারও সততার নজির গরলেন এক দরিদ্র রিক্সো চালক ধীরেন মিস্ত্রী। ব্যাগ ও দামি মোবাইল ফোন পেয়ে জমা দিলেন থানায়।
শুক্রবার প্রতিদিনের মতো নিজের রিক্সো নিয়ে রোজগারে বের হন ধীরেন মিস্ত্রি। তার বাড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ঠাকুর নগর এলাকায়। তিনি জানান শুক্রবার সন্ধার সময় চারজন মহিলা তার রিক্সোতে উঠেছিলেন এবং তারা শিলিগুড়ির কোর্টমোরে নেমে পরেন। তখন তিনি খালি রিক্সো নিয়ে মহাবীর স্থান এর দিকে যাচ্ছিলেন সেই সময় অন্য পেসেঞ্জার গাড়িতে ওঠার সময় গাড়ির পিছনের সিটে একটি ব্যাগ দেখতে পান। এরপর সেই ব্যক্তি ওই রিক্সো চালককে ব্যাগটি তুলে দেন।তখন থেকেই ওই রিক্সো চালক এই ব্যাগ নিয়ে চিন্তায় পরে যান কি ভাবে ব্যাগটি ফিরিয়ে দেওয়া যায়? অবশেষে কিছু মানুষের সহযোগিতা নিয়ে সেই ব্যাগটি নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় আসেন তিনি।যাতে যিনি ব্যাগ ও ফোন হারিয়েছেন তিনি যেন তার জিনিস ফিরে পান। সে সময় থানার পুলিশ অফিসাররা ব্যাগটিকে খুলে তার মধ্যে একটি আইফোন এবং কিছু জামা কাপড় পায়। পুলিশ ওই ব্যাগ ও মোবাইলের মালিকের খোঁজ শুরু করেছে। তবে রিক্সা চালকের সততার কথা মাথায় রেখে তাকে বাহবা জানানো হয়।