Uttar Dinajpur: রাজ্য ভাগ না করে সমান তালে উন্নয়নের পক্ষে সওয়াল বাংলা পক্ষের

আরও পড়ুন

কংগ্রেস দলের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সির সুরে উত্তরবঙ্গের জেলাগুলিতে সমান তালে উন্নয়নের পক্ষে সওয়াল করল বাংলা পক্ষ। বুধবার জেলা সদর রায়গঞ্জের ঘড়ি মোড়ে বাংলা পক্ষের তরফে বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন
ঘড়ি মোড় সংলগ্ন এলাকায় রবীন্দ্রমূর্তির পাদদেশে বাংলা পক্ষের তরফে একটি বিক্ষোভ ও পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা বাংলা পক্ষের সম্পাদক শুভঙ্কর ঘোষ, নীলাদ্রি ভৌমিক প্রমূখ। এই দিনের বিক্ষোভের মূলত দাবি ছিল- বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে। তাদের দাবি, বাংলায় উন্নতি হোক, তবে তা সমান ভাবে। অবাঙালি ছেলে মেয়েদের নয়, বাঙালি ছেলেমেয়েদের এই বাংলায় যেনও সুযোগ সুবিধা বেশি থাকে বলেও দাবি করেন তারা। বিহারের চেয়ে বাংলা কেন্দ্রকে রাজস্ব বেশি দেওয়া সত্ত্বেও বিহারের মত কেনও বাংলাতেও দুটি এইমস হবে না বলে প্রশ্ন তোলেন গর্গ চট্টোপাধ্যায়।

রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close