Uttar Dinajpur: শ্মশানের বিকল চুল্লি মেরামতিতে উদ্যোগী পুরসভা

আরও পড়ুন

বিকল ইলেকট্রিক চুল্লির মেরামতির কাজ শুরু করল ইসলামপুর পুরসভা। অস্বাবিকভাবে বিদ্যুতের বিল পরিশোধ করার কারনে একটি ইলেকট্রিক চুল্লি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

দীর্ঘদিন যাবত ইসলামপুর পুরসভার বন্ধুপাড়ার শ্মশানের ইলেকট্রিক চুল্লি বিকল হয়ে পড়েছিল। বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে পড়ায় ইসলামপুরের বাসিন্দারা চরম সমস্যায় পড়েন। মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হল ইসলামপুর পুরসভা। ইলেকট্রিক চুল্লির মেরামতকারী সংস্থার কর্মীরা বৃহস্পতিবার ইসলামপুরে পৌঁছন।ইসলামপুর পুরসভার কার্যনির্বাহী সংসদের আধিকারিক আরিকুল ইসলাম কর্মীদের নিয়ে বন্ধুপাড়া শ্মশানে যান। আজ থেকেই তারা চুল্লির মেরামতির কাজে হাত দেবেন। পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম জানান, বন্ধুপাড়া শ্মশানে দুটি ইলেকট্রিক চুল্লি রয়েছে। প্রতিমাসে প্রায় দু’লক্ষ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। শ্মশানে যে ক’টি মৃতদেহ দাহ করা হয় তার অনেক গুন বিদ্যুৎ বিল পুরসভাকে পরিশোধ করতে হচ্ছে। ইসলামপুর পুরসভায় একটি বৈদ্যুতিক চুল্লি চালু থাকলে ইসলামপুরের মানুষের চাহিদা মিটে যাবে। আপাতত একটি ইলেকট্রিক চুল্লি মেরামতি করে সচল করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই ইলেকট্রিক চুল্লির মেরামতির কাজ শেষ হবে বলে মেরামতি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close