বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি মোটর বাইকের সংঘর্ষের প্রাণ হারাল এক যুবক। ঘটনায় আহত হয়েছে ৪ জন। মৃত ওই যুবকের নাম গোবিন সিংহ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার গোয়ালটলি এলাকায়। আহতদেরকে উদ্ধার করে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, চোপড়া, উত্তর দিনাজপুর।