শুক্রবার দুপুরে রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড এলাকায় পরিবহণ-এর কাজে যুক্ত কর্মীদের রক্তের ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তে শর্করার মাত্রা দেখা, রক্তচাপের পরীক্ষা-সহ বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। দেওয়া হয় প্রেসক্রিপশনও ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি উত্তর দিনাজপুর শাখার উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ পুরবাস টার্মিনাস এই আয়োজন করা হয় এক বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির। এই শিবিরে পরিবহণকর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি, আর টি ও পালদেন ভুটিয়া, ডাক্তার নলিনীকান্ত রায় প্রমূখ। প্রায় দেড়শ পরিবহণকর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রায়গঞ্জ পুর বাসস্ট্যান্ড থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।