শুক্রবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ঘটনাটি ঘটেছে মালদার আদমপুর এলাকার মহামায়া মন্দির এলাকায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত দুজনের নাম অসীম সরকার, বয়স ৪০ বছর এবং ছবি কর্মকার বয়স ৪৫ বছর। মৃতরা সম্পর্কে ভাইবোন।
সূত্রের খবর, শুক্রাবার রাতে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। আটো করে প্রত্যেকে রওনা দিয়েছিল মালদার কোট স্টেশন সাহাপাড়া এলাকার উদ্দেশ্যে। মাঝ পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোর পিছনে ধাক্কা মারে যার ফলে যাত্রীবোঝাই অটোটি উল্টে যায়। ঘটনায় মৃত্যু হয় দুজনের এবং আহত হয় ১৫ জন। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ও হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।