Uttar Dinajpur: সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয়ে

আরও পড়ুন

রায়গঞ্জ পূর্বচক্রের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় পা রাখল ৫০ বছরে। ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালি ও রক্তদান শিবিরের মধ্যে দিয়ে অনুষ্ঠান আগামীতেও হবে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ রায়। এদিন ছাত্র-ছাত্রীদের দৌড় প্রতিযোগিতা, আলো দৌড় ও দীর্ঘ লম্ফন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ রায় ছাড়াও বিদ্যালয়ের সহ শিক্ষক সম্পা সাহা,দেবাশীষ কুমার দে,নীরেন্দ্রনাথ দাস,সুরজিৎ দাস,কৌশিক মন্ডল,অমিত কুমার পাল, তারিণী রায়, বাবলু সোরেন-সহ অভিভাবকদের উৎসাহ ও সহযোগিতা ছিল লক্ষ্য করার মতো। জাতীয় পতাকা উত্তোলন করেন বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মানিক বর্মন ও ক্রীড়া প্রতিযোগিতার পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দীর্ঘ দু’বছর করোনাকালে যেখানে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাগুলি বন্ধ ছিল সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানের আয়োজন হয় যথেষ্ট উচ্ছ্বসিত অভিভাবকেরা।

রায়গঞ্জ নোয়াপাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close