হরিয়ানার জাতীয় যোগাসন প্রতিযোগিতায় ৫ টি স্বর্ণ পদক জয়ের পাশাপাশি ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স’-এর খেতাব জিতল বাংলার ছেলে সোমনাথ মুখোপাধ্যায়। সুদে টাকা ধার নিয়ে ইন রাজ্যে গিয়ে নিজের রাজ্যের মুখ উজ্জ্বল করেছে হুগলির কোন্নগরের এই তরুণ।
সূত্রের খবর, BA প্রথম বর্ষের ছাত্র সোমনাথ মুখোপাধ্যায়। ছোট থেকেই যোগাসনের প্রতি বিশেষ ঝোঁক ছিল তার। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় দিদিমার উদ্যোগে যোগাসন শেখায় হাতেখড়ি সোমনাথের। এরপর যোগগুরু গৌরাঙ্গ সরকারের সান্নিধ্যে তার যোগাসনের কঠোর অনুশীলন চালু হয়। দীর্ঘদিনের অভ্যাস, পরিশ্রম আর অধ্যাবসায় একের পর এক সাফল্যতা অর্জন করে সে। ইতিমধ্যেই জাতীয় স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক পদক ও পুরস্কারও পেয়েছে সোমনাথ।
উল্লেখ্য, ১৪ থেকে ১৬ নভেম্বর হরিয়ানায় একটি জাতীয় যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল। সেখানে পাঁচটি ইভেন্টে স্বর্ণপদক পেয়েছে সোমনাথ। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং জয়ী হওয়াই লক্ষ্য ছিল তার। আগামী বছর জুন মাসে থাইল্যান্ডে আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসবে। ইতিমধ্যেই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সোমনাথ নির্বাচিত হয়েছে। কিন্তু আর্থিক কারনে সোমনাথের বিদেশ সফর তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও আরও একবার বিদেশ যাওয়ার সুযোগ পেয়েও অর্থের অভাবে সেই সুযোগ হাতছাড়া হয় সোমনাথের। সোমনাথের এমন সাফল্যতার কথা শুনে স্থানীয় কাউন্সিলর তাদের পাশে থাকার আশ্বাস দেন।
ফোর্টিন টাইমলাইন, হুগলি।