Uttar Dinajpur: তিন দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হচ্ছে রবিবার

আরও পড়ুন

রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়া তিনদিনব্যাপী বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটছে আগামীকাল, রবিবার।
জেলা তথ্য সংস্কৃতি বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে রায়গঞ্জের স্টেডিয়াম ময়দানে শুরু হয় বাংলা মোদের গর্ব নামের অনুষ্ঠানটি । মূলত হস্তশিল্প প্রদর্শনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এই সরকারি অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য । শুক্রবার অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা মহকুমা শাসক কিংশুক মাইতি ইসলামপুর পুরসভার পুরপিতা কানাইয়ালাল আগরওয়াল। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার প্রমূখ। ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে সংগীত নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানটিতে একদিকে যেমন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে তুলে ধরা হয় তেমনি জেলার লোক শিল্প ও হস্তশিল্প কে বিভিন্ন স্টলের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দ্বিতীয় দিনের বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটি জমে উঠেছে।

রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সরিতা পান্ডের সঙ্গে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close