প্রশান্ত কিশোর কি এবার কংগ্রেসে যোগ দেবেন?

শেষ পর্যন্ত প্রশান্ত কিশোর শুধু কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন নাকি দলের সদস্য হিসেবে যোগ দেবেন?

আরও পড়ুন

দিল্লিতে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং কে সি বেণুগোপাল সহ বেশ কয়েকজন সিনিয়র কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করলেন প্রশান্ত কিশোর। আর এই বৈঠক শেষ হওয়ার পর পরই ফের প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায় ৷ সূত্রের খবর, এ দিন সোনিয়া-রাহুলদের আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রত্যাবর্তনের জন্য কী করণীয় তা নিয়ে তাদেরকে পথ দেখাচ্ছিলেন প্রশান্ত কিশোর।
২০২৪-এর লোকসভা নির্বাচনে ৩৭০ থেকে ৪০০টি আসন পেতে গেলে কী রণকৌশল নেওয়া উচিত, এ দিন কংগ্রেস নেতৃত্বকে তা নিয়ে পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর৷ তবে সেই চেষ্টায় সফল হতে গেলে যে রাজ্যগুলিতে কংগ্রেস শাসক দুর্বল, সেখানে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কৌশলগত জোট বাঁধার পক্ষেও সওয়াল করেছেন প্রশান্ত ৷ একই সঙ্গে নিঃশর্তভাবে তিনি কংগ্রেসে যোগদান করতেও ইচ্ছুক বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর।
জানা গিয়েছে, প্রশান্ত কিশোর এ দিন যে প্রস্তাবগুলি দিয়েছেন সেগুলি খতিয়ে দেখতে কংগ্রেস নেতৃত্ব একটি কমিটি গঠন করবে৷ শনিবারেই দিল্লিতে সোনিয়া গান্ধীর বাড়ির বৈঠকে বসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় করেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ববৃন্দ৷ গত বেশ কয়েক মাস ধরেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান করা নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ যদিও বার বারই সেই দাবি মানতে নারাজ প্রশান্ত কিশোরের ঘনিষ্ঠরা৷
বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গুজরাট এবং হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে বিজেপি-র মোকাবিলায় প্রশান্ত কিশোরের সাহায্য নিতে পারে কংগ্রেস ৷ তা নিয়েও নাকি এদিন আলোচনা করা হয় ৷ জানা গিয়েছে, এ দিনের বৈঠকে প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অম্বিকা সোনি, অজয় মাকেনের মতো কংগ্রেসের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন৷ শেষ পর্যন্ত কি প্রশান্ত কিশোর শুধু কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করবেন নাকি দলের সদস্য হিসেবে যোগ দেবেন?

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close