স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তার প্রথম পক্ষের স্ত্রী’র বিরুদ্ধে। বেধে রেখে মারধর করার পর শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যক্তিকে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার কাঞ্চনটারের রায়পাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং মৃতের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।
সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম চাঁদ রায়। রবিবার সকালে বাড়ির উঠোনে তার মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। তার মৃত্যুর খবর জানাজানি হতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের স্ত্রী ঋতু রায়কে আটকে রেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গ্রামবাসীরা জানান, চাঁদ রায় দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় বিয়ে করায় তার প্রথম পক্ষের স্ত্রী এবং পরিবারের সদস্যরা শনিবার রাতভর তাকে মারধর করে। সকালে বাড়ির উঠোন থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মালদা।