মিলছে না সার। সারের কালোবাজারির অভিযোগ তুলে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার আট মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
উল্লেখ্য, রবি মরসুমে শুরু হয়েছে আলু, ধান-সহ বিভিন্ন আনাজ চাষ। যার ফলে চাষিরা জমিতে ফসল ফলানোর জন্য সার ব্যবহার করে। বর্তমানে সেই সারের কালোবাজারি চলছে। সরকারি দোকানে নির্ধারিত মূল্যে সার পাওয়া যাচ্ছে না বলে দাবি চাষিদের। তারা যে সার ১৯০০ টাকায় কিনতো সেই সারের কালোবাজারি হওয়ার কারনে সেই সারই তাদেরকে ২৪০০ থেকে ২৫০০ টাকায় কিনতে হচ্ছে। এত বেশি দামে সার কিনলে বাজারে ফসলের সেই মূল্য তারা পাবে না। যার ফলে বিপাকে পড়েছেন চাষিরা। বারবার সরকারি আধিকারিকদের বিষয়টি জানানো হলেও তারা কোনওরূপ-ভ্রুক্ষেপ করছে না বলে অভিযোগ। যার ফলে সোমবার বাধ্য হয়ে মালদার আট মাইল এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চাষিরা।
যদিও পুরো ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে চাষিদের বিক্ষোভকারী চাষি।
ফোর্টিন টাইমলাইন, মালদা।