Uttar Dinajpur: জেসিবি দিয়ে হাসপাতালে জবরদখল উচ্ছেদ পুরসভার

আরও পড়ুন

ইসলামপুর হাসপাতালের জবরদখলকারীদের বিনা বাধায় উচ্ছেদ করল ইসলামপুর পুরসভা। বুধবার মহকুমা প্রশাসন এবং পুরসভার আধিকারিকরা জে সি বি দিয়ে অবৈধ দোকানগুলি ভেঙে দেয়।

ইসলামপুর হাসপাতাল চত্বরে যত্রতত্র দোকানপাট গজিয়ে উঠছিল। সরকারি জায়গায় চা,পান, মুদিখানা থেকে ওষুধের দোকান তৈরি হওয়ার পর সেই সমস্ত দোকানপাট প্রতিনিয়ত সামনের দিকে বৃদ্ধি করে রোগী এবং রোগীর আত্মীয়দের চলাফেরার সমস্যার সৃষ্টি করছিল বলে অভিযোগ উঠেছিল। ইসলামপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যান সমিতি এবং ইসলামপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার ব্যাবসায়ীদের সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য বলা হলেও ব্যাবসায়ীরা সরকারি নির্দেশের বিষয়ে কর্ণপাত করছিলেন না বলেও অভিযোগ উঠেছিল । অবশেষে প্রশাসনিকভাবে বুধবার সরকারি জমি দখলমুক্ত করার কাজে হাত লাগায়। প্রশাসনিক পদক্ষেপেই ব্যবসায়ীরা দখলমুক্ত করা শুরু করে দেন।যে সমস্ত ব্যাবসায়ী সেই কাজে হাত দেননি তাদের জে সি বি দিয়ে ভেঙে দেওয়া হয়। ইসলামপুর পুরসভার কার্যনির্বাহী আধিকারিক আরিকুল ইসলাম জানিয়েছেন, ইসলামপুর পুর এলাকাকে ‘ক্লিন সিটি’ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।সেই লক্ষ্যে ইসলামপুর শহর লাগোয়া হাসপাতালে থাকা জবরদখলকারীদের সরিয়ে দেওয়া হচ্ছে। প্রথম পর্যায়ে ইসলামপুর মহকুমা হাসপাতালকে দখল মুক্ত করা হল।পরবর্তীতে ইসলামপুর শহরে উচ্ছেদ অভিযান চালানো হবে।
তবে ইসলামপুর পুরসভার পক্ষ থেকে হাসপাতালকে জবর দখলমুক্ত করায় এলাকার সৌন্দর্যায়ন ঘটবে, উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থারও।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close