Uttar Dinajpur: শিক্ষিকার অশ্লীল ছবি ভাইরাল, বিপাকে বিদ্যালয়

আরও পড়ুন

 সোশাল মিডিয়ায় এক শিক্ষিকার অশ্লীল ভিডিও ভাইরালকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। শিক্ষিকাকে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে ছাত্রীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। প্রধান শিক্ষিকা এবং চোপড়া থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত শিক্ষিকা সাইবার ক্রাইম থানা এবং চোপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

সূত্রের খবর, চোপড়া গার্লস স্কুলের এক শিক্ষিকার অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষিকা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। ফেক ভিডিও বানিয়ে শিক্ষিকার চরিত্র হনন করার অভিযোগে চোপড়া সাইবার ক্রাইম থানা এবং চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত শিক্ষিকা। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। শিক্ষিকার এই ভিডিও ভাইরাল হতেই বিদ্যালয়ের ছাত্রীরা চরম বিপাকে পড়েছেন। শিক্ষা দফতর এবং বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার বিদ্যালয়ের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষিকাকে সাসপেন্ড করার দাবিতে চোপড়া ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং চোপড়া থানার পুলিশ। প্রধান শিক্ষিকার হস্তক্ষেপে ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ- ওই শিক্ষিকার অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারা নাকি বাড়ি থেকে বার হতে পারছে না। গ্রামের মানুষ তাদের দেখলেই চোপড়া গার্লস স্কুলের ছাত্রী বলে টিটকিরি করছেন। অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন। তাদের হাতে এধরনের কোন তথ্য নেই। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত শিক্ষিকা সাইবার ক্রাইম থানা এবং চোপড়া থানায় অভিযোগ দায়েরও করেছেন। অভিযোগের অনুলিপি বিদ্যালয়কে দিয়েছেন। ঘটনার পর থেকে তিনি বিদ্যালয়ে হাজিরা দেওয়াই বন্ধ করে দিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ, পরিচালন সমিতি বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকের সিদ্ধান্ত শিক্ষা দফতরকে জানিয়ে দেবেন। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে জেলা প্রশাসন এবং শিক্ষা দফতর যে সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নেবেন। বিদ্যালয়ের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ করবে না বলে প্রধান শিক্ষিকা সাফ জানিয়ে দিয়েছেন। এ বিষয়ে বিদ্যালয়ের ছাত্রীর রেখা শর্মা কি জানিয়েছেন শুনব-

পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা কি বলেছেন শুনে নেব-

উত্তর দিনাজপুরের চোপড়া থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close