Uttar Dinajpur : বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ ‘কংগ্রেস ইন দ্যা পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল’-র

আরও পড়ুন

বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রফেসর বাবুলাল বালা এবং প্রফেসর বরেন্দ্রনাথ গিরির যৌথ উদ্যোগে ‘এভলুয়েশন অফ এ হাইয়ার একাডেমিক ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল’ নামক বইটির প্রকাশের পর প্রফেসর বাবুলাল বলারই নিজস্ব লেখা বই ‘কংগ্রেস ইন দ্যা পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল’ বইটির আত্মপ্রকাশ ঘটে। মূলত ১৯৪৭ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কংগ্রেসের অভ্যুত্থান থেকে পড়ন্ত বেলা পর্যন্ত সমস্ত বিষয় এই বইয়ে তুলে ধরা হয়েছে। এদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারী রায় মুখোপাধ্যায়, রেজিস্টার দুর্লভ সরকার, কালীশঙ্কর তিওয়ারি, ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স, দিলীপ কুমার রায়, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস সহ অন্যান্য অধ্যাপক গন।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close