বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে প্রফেসর বরেন্দ্রনাথ গিরি ও প্রফেসর বাবুলাল বালার লেখা ‘এভলুয়েশন অফ এ হাইয়ার একাডেমিক ইনস্টিটিউশন অফ ওয়েস্ট বেঙ্গল’ নামক বইটি তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের মধ্যে। এই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সঞ্চারী রায় মুখোপাধ্যায়, রেজিস্টার দুর্লভ সরকার-সহ বিভিন্ন প্রফেসরেরা। বইটি হাতে পেয়ে স্বভাবতই খুশি শিক্ষাকর্মী-সহ প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।