লরি-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন আটজন। এদের মধ্যে একজন শিশুর অবস্থা গুরুতর। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারই মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার ট্রাফিক পুলিশ।
উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।