Uttar Dinajpur: শিশুর চিকিৎসা করাতে এসে বাইক দুর্ঘটনায় যখম তিন

আরও পড়ুন

ইসলামপুর থানার জীবনমোড় এলাকায় দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৩ জন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্হানীয় সূত্রে জানা গিয়েছে- বাইক দুর্ঘটনায় জখম এক শিশুকে চিকিৎসা করাতে ইসলামপুর নিয়ে আসার পথে সংশ্লিষ্ট থানার জীবনমোড় এলাকায় দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয়। ঠিক সে সময় একটি লরি সামনে এসে পড়ায় গুরুতর জখম হয়েছেন এক শিশু-সহ মোট তিনজন। এঘটনায় জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন ইসলামপুরের তৃণমূল নেতা জাভেদ আখতার ও ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ।

উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close