এডভান্স সোসাইটি ফর হেডমাস্টারস এন্ড হেড মিস্ট্রেস এর প্রথম ত্রি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হ’ল রবিবার রায়গঞ্জের রোটারি ভবনে। প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের এই সংগঠনের সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি নীরেন দাস, সম্পাদক অজয় কুমার রায় এবং সেন্ট্রাল কমিটির সদস্য মৃণাল কর্মকার-সহ বিশিষ্ট সংগঠন সদস্যরা। এই সম্মেলনে তাদেরকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয়। মূলত প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের মর্যাদাকর পে করা, রোপা-১৯ এ এজিপি ফিরিয়ে আনা, প্রশাসনিক বদলির নামে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের অন্যায়ভাবে বদলি বন্ধ করা-সহ এরকমই বারো দফা দাবি জানিয়ে তাদের এই সম্মেলন সংঘটিত হয়। এই সম্মেলনে মন্ত্রী সত্যজিৎ বর্মন শিক্ষা দফতরের তরফে যথাযথ দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দেন।
রায়গঞ্জের রোটারি ক্লাব থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।