উত্তরবঙ্গব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে। রবিবার ১ম নর্থ বেঙ্গল সিনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ ২২ এর অর্গানাইজিং সেক্রেটারি অরূপ ঘোষের ডাকে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব ময়দানে একটি সংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন। চলতি মাসের ২০ থেকে ২২ ডিসেম্বর উত্তর দিনাজপুর ভলিবল অ্যান্ড বাস্কেট বল অ্যাসোসিয়েশন-এর ব্যবস্থাপনায় ওই মাঠেই উত্তরবঙ্গের পুরুষ ও মহিলা সম্মিলিতভাবে ১৮টি দলের মধ্যে প্রতিযোগিতাটি আয়োজিত হবে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।