চিংড়িহাটা দুর্ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ আটজন গুরুতরভাবে আহত হয়। তাদের সঙ্গে কয়েকজনের অবস্থাও ছিল আশঙ্কাজনক। তাদেরকে দেখতেই এসএসকেএম যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে নিকো পার্ক থেকে একটি গাড়ি চিংড়িহাটার দিকে যাচ্ছিল। ওই গাড়ির গতি বেশি থাকায় গাড়িটি কয়েকজন পথচারীকে পরপর ধাক্কা দিয়ে চলে যায়। তাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এসএসকেএমে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করে ঘাতক গাড়িটি ও তার চালককে আটক করেছে।
এসএসকেএমের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই দুর্ঘটনা নিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলে উল্টো-পাল্টাভাবে গাড়ি চালিয়ে সাত-আটজনকে মেরেছে।’ এই নিয়ে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, “আহতদের মধ্যে তিন-চার জন এখানে ভর্তি আছেন। আমি তাদের দেখতে গিয়েছিলাম। তাদের ভাল চিকিৎসা হচ্ছে।” তবে এদিন মমতা বন্দোপাধ্যায় সরকারি হাসপাতালে চিকিৎসা পদ্ধতি নিয়ে ক্ষোভ করে বলেন, “যদি প্রসেসিংয়ে কিছু পরিবর্তন করতে হয় তো করুন। তবে চিকিৎসা আগে, পরে প্রসিডিউর।”
ফোর্টিন টাইমলাইন, কলকাতা।